রাকসু নির্বাচন বৃহস্পতিবার, শেষ মুহূর্তে যত ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

দীর্ঘ তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের আকর্ষণ করতে নানা ব্যতিক্রমধর্মী প্রচারণায় নেমেছেন তারা। কেউ শিউলি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ কাঁঠাল পাতায় লিখে প্রচারণা চালাচ্ছেন, আবার কেউ বীজযুক্ত পরিবেশবান্ধব লিফলেট বিতরণ করছেন—যা মাটিতে পড়লেই গজাবে গাছের চারা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ নোমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার নবীন শিক্ষার্থীদের মাঝে শিউলি ফুল বিতরণ করে তিনি নিজের প্রচারণা চালান।
এ বিষয়ে ইমতিয়াজ বলেন, "নির্বাচনে কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠন প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা মাদার সংগঠন থেকে অর্থনৈতিক সহায়তা পাচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রচারপত্র তৈরিতেও স্পষ্ট। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে আছি।"
তিনি আরও বলেন, "আজ নবীনবরণ অনুষ্ঠান ছিল। সকালবেলা হাঁটতে গিয়ে দেখি, গাছের নিচে শিউলি ফুলে মাটি ভরে আছে। তখন মনে হলো, এই ফুল দিয়েই নবীন শিক্ষার্থীদের বরণ করব। তাই ফুল কুড়িয়ে এনে তাদের হাতে দিই, সঙ্গে নিজের লিফলেটও দিই। শীতের প্রথম ফুল শিউলি—এই ফুল দিয়েই আমি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে চেয়েছি।"
কাঁঠাল পাতায় প্রচারণা
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরাণ রাকসুর এজিএস পদে নির্বাচন করছেন। অন্য প্রার্থীরা যেখানে ছাপানো লিফলেট বিতরণ করছেন, সেখানে শাহ পরাণ কাঁঠাল গাছের পাতায় নিজের ব্যালট নম্বর লিখে প্রচারণা চালাচ্ছেন।

তিনি টিবিএসকে বলেন, "প্রথম দফায় কিছু লিফলেট ছাপিয়েছিলাম, কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় নতুন করে প্রচারণা শুরু করতে হয়েছে। অনেকেই রাকসু নির্বাচনে করপোরেট ধারা নিয়ে এসেছে। আমি সেই করপোরেট সংস্কৃতি ভাঙতে চেয়েছি, যাতে নির্বাচনটা ছাত্রদের সাধ্যের মধ্যে থাকে। কাঁঠাল পাতা দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম—এই প্রচারণার মাধ্যমে সেই শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছি।"
মাটিতে ফেললেই জন্মাবে গাছ
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়, 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেল থেকে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পরিবেশবান্ধব লিফলেট ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন—যা মাটিতে ফেললেই সাত থেকে দশ দিনের মধ্যে গজাবে গাছের চারা।

তিনি টিবিএসকে জানান, "বনকাগজ দিয়ে বিশেষ পদ্ধতিতে এই লিফলেট তৈরি করা হয়েছে। বনকাগজ মূলত হাতে তৈরি পুনর্ব্যবহৃত কাগজ, যার ভেতরে থাকে গাছের বীজ। সাধারণ লিফলেট যেখানে পরিবেশের জন্য ক্ষতিকর, সেখানে আমার লিফলেটটি পরিবেশবান্ধব। শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি—অনেকে মেসেঞ্জারে যোগাযোগ করে লিফলেট চাইছেন। এখন চিন্তা হচ্ছে, সবার কাছে পৌঁছাতে পারব কিনা।"
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসুতে মোট ২৩টি পদে প্রার্থী সংখ্যা ২৪৭ জন। এর মধ্যে ৮টি সম্পাদক, ৮টি সহসম্পাদক ও ৪টি কার্যকরী সদস্যের পদ রয়েছে। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হলে ১৫টি করে পদে মোট ৫৯৭ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯০১।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা এফ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। আমরা বিভিন্ন হল পরিদর্শন করছি, কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নজরে রাখছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর।"