‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ার বিরুদ্ধে অবস্থান ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের

উচ্চমাধ্যমিক বহাল ও কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে পৃথকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। এসময় সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের প্রকাশিত খসড়া নিয়ে তারা আপত্তি তোলেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা 'শিক্ষা ভবন অভিমুখে লং মার্চ' কর্মসূচি ঘোষণা করে দ্রুত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' অধ্যাদেশ জারির দাবি জানায়। ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠনের জন্য দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আজও (১৩ অক্টোবর) শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

দাবি মেনে অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই প্রস্তাবের বিরোধিতা করে গতকাল (১২ অক্টোবর) সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করেন। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়টিকে অধিভুক্ত ৭ সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কলেজ ক্যাম্পাসে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।
২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাংলা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে দীর্ঘদিনের আন্দোলনের পর চলতি বছরের জানুয়ারিতে সেই অধিভুক্তি বাতিল করা হয়। শিক্ষার্থীরা বহুদিন ধরেই আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।

গত বছরের ডিসেম্বরে এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারি কমিটি গঠন করা হয়। এই কমিটি তিন মাসেরও বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, কলেজ পরিদর্শন, আলাদা কাঠামোর খসড়া তৈরি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
এরপর ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে মতামত আহ্বান করে। পরবর্তীতে মার্চ মাসে নামটি চূড়ান্ত করা হয়—'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'।