পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ: ইসির সামনে ছাত্রদলের অবস্থান
বিএনপি-এর ছাত্র সংগঠন ছাত্রদল আজ সকাল (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (নির্বাচন ভবন) সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে।
তারা অভিযোগ করেছে, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দুপুর ১২ টায় নির্বাচন ভবনের সামনে বলেন, 'আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করবো।'
ছাত্রদল তিন বিষয়ে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেন তারা। তারা জানান, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি।
এছাড়া, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এর পাশাপাশি দেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি।
