সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' বাস্তবায়নের দাবিতে রাজপথে সরব হয়েছেন শিক্ষার্থীরা। এই লক্ষ্য অর্জনে প্রস্তাবিত ও হালনাগাদকৃত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫'-এর খসড়ার ওপর দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে 'অধ্যাদেশ মঞ্চ' তৈরির কাজ শুরু করেছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের এই মঞ্চ তৈরি করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজের মূল ফটক সংলগ্ন ফুটপাতের একটি অংশে কাঠ ও বাঁশের মাধ্যমে পূর্বঘোষিত অধ্যাদেশ মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে কলেজগুলোতে পরীক্ষা চলমান থাকায় ক্যাম্পাসের বাইরে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও মঞ্চ তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে।
মঞ্চ তৈরির বিষয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আবদুর রহমান জানান, ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে মোট ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি করা হবে। এর মধ্যে ট্রাকের ওপর একটি ভাসমান মঞ্চ থাকবে। বাকি তিনটি মঞ্চের অবস্থান হবে— ঢাকা কলেজ, ইডেন ও বদরুন্নেসা কলেজ মিলে একটি; সরকারি বাঙলা কলেজের সামনে একটি এবং কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ মিলে একটি। এছাড়া তিতুমীর কলেজের সামনেও পৃথক একটি মঞ্চ করা হবে।
আন্দোলনের এই মুখপাত্র আরও জানান, ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি স্থায়ী মঞ্চের পাশাপাশি ভাসমান মঞ্চটি বিভিন্ন স্থানে বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চটি একেক ক্যাম্পাসে গিয়ে জনসভা করবে এবং কলেজের সংকট ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। প্রয়োজনে সেখানে সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালিত হবে।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে আবদুর রহমান বলেন, 'চলতি সপ্তাহের বুধবারের মধ্যে অধ্যাদেশের বিষয়ে কোনো নেতিবাচক আপডেট এলে সেদিনই আমরা 'মার্চ ফর যমুনা' [প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা] কর্মসূচি পালন করব। তবে বুধবারের আপডেট ইতিবাচক হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে শিক্ষার্থীরা একযোগে সায়েন্স ল্যাব মোড়ের ভাসমান মঞ্চে এসে মিলিত হবেন। সেখান থেকে একটি বৃহৎ আনন্দ মিছিল বের করে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হবে।'
এর আগে গতকাল রোববার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে। ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই ভ্রাম্যমাণ মঞ্চটি প্রতিটি ক্যাম্পাসে পালাবদল করে ভ্রমণ করবে। আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও সাত ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে বড় ধরনের জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
