সায়েন্স ল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, আহত ২
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে 'অর্জন' নামের ওই বাসের দুটি জানালার কাচ ভেঙে গেছে এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের দুই জন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ক্যাম্পাস রুটে শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে চলাচল করে। দুপুরের ট্রিপে সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের কবলে পড়ে বাসটি ভাঙচুরের শিকার হয়। এটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা বিকল্প রুট ঠিক করার পরিকল্পনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বাসের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বলেন, 'বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা মবের মধ্যে পড়ে গিয়েছিল, আমাদের কিছু করার ছিল না। এখন নিজেদের খরচেই বাসটি মেরামত করা হবে।'
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সায়েন্স ল্যাবে অবরোধের মধ্যে বাসটি আটকে দিলে বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গিয়ে বাসটি ছাড়িয়ে আনার চেষ্টা করেন। বাসটি রওনা হওয়ার সময় পেছন থেকে ইটপাটকেল ছোড়া হলে কাচ ভেঙে যায় এবং বাসের ভেতরে থাকা কয়েকজন আহত হন। এ সময় বাসের বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
