সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, গত ২ দিনে ঢাকা কলেজের সাত জন শিক্ষার্থী আইডিয়ালের কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছে। এমনকি চাইনিজ কুরাল দিয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
তিনি আরও জানান, এরই জের ধরে আজ সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রসর হলে রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের বাধার মুখে পড়ে তারা।
রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি, উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতির কারণে মিরপুর থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।
