‘গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক’: জাপা কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএনপি

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে নতুন করে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, এমন ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এ ধরনের হামলা সেই প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এই ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগ করে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের টিকে থাকা বা তার সাংগঠনিক তৎপরতা জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল।'
হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয় দেখিয়ে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কাকরাইলে আবারও জাপার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে।
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে গতকাল বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিনও জাপা কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে নুরুল হক নুরসহ নেতাকর্মীরা গণঅধিকার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিচার্জে নুরসহ অনেকে আহত হন। বর্তমানে নুরুল হক নুর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।