ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার। তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহিন এই কথা জানান। এ সময় আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ও ঐক্যের চিন্তা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে মাহিন সরকার বলেন, 'আসন্ন ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার জন্য করার দায়িত্ব সবার রয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন। যদি ডাকসু নির্বাচনে অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারেন, তাহলে যে-কারও চাইতে শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবেন।'
তিনি আরও বলেন, 'আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি জিএস পদে নির্বাচিত হতে পারেন, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমার সমর্থন আমি আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমার শুভাকাঙ্ক্ষী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন।'
এসময় আবু বাকের মজুমদার বলেন, '২০২৪ সালের ৬ জুন মাহিন সরকারের সাথে আমার পরিচয় হয়। তিনি বলেছিলেন, যেকোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে। প্রয়োজনে ঈদে আমি বাড়ি যাব না। সেখান থেকে তার সাথে আমার যাত্রা শুরু।'
তিনি আরও বলেন, 'অভ্যুত্থানের সময় মাহিন হলপাড়ার শিক্ষার্থীদের সংগঠিত করেন। জুলাইয়ের শুরুর দিক থেকেই বলেছিলেন, আমাদেরকে সংসদ ভবনের দিকে নজর দিতে হবে। গণঅভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময়ে তারা আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিলেন।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের প্যানেল হয় ডাকসুতে।
মাহিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলের 'অনুমতি না নিয়ে' ডাকসুতে প্যানেল দেওয়ার কারণে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে এনসিপি।
'সমন্বিত শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ এর আগে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। পরে সেখান থেকে পদত্যাগ করে অ্যাক্টিভিস্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকেন তিনি।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেলের নাম বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। এই প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস পদে লড়ছেন বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।