সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর 'শরৎ উৎসব' বাতিল, আয়োজন করবে ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

'বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডে' জড়িত থাকার অভিযোগে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর 'শরৎ উৎসব'-এর অনুমতি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে উৎসবের ধারাবাহিকতা রক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই 'শরৎ উৎসব ১৪৩২' আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় এই উৎসব অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায় উৎসবটি আয়োজন করা হবে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে চারুকলা অনুষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর 'ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ' সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ জানায়। এমনকি আয়োজক গোষ্ঠীর বিরুদ্ধে 'ফ্যাসিবাদের দোসর' উল্লেখ করে চারুকলার প্রবেশদ্বারে পোস্টারও লাগানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের নিকট আসে এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানায়, শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, তারা অনেক তথ্য গোপন করে শরৎ উৎসব আয়োজনের জন্য আবেদন করেছিল। তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনার ভিত্তিতেই উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।
চারুকলা অনুষদ জানিয়েছে, বাংলাদেশের ঋতুভিত্তিক উৎসবের ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বিকল্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলার বকুলতলায় শরৎ উৎসব অনুষ্ঠিত হবে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) চারুকলা ও গেন্ডারিয়ায়—দুটি ভিন্ন ভেন্যুতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী 'শরৎ উৎসব ১৪৩২' স্থগিত হয়।
বরাবরের মতো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল।
তবে আয়োজকদের একজন 'ফ্যাসিবাদের দোসর'—ডিনের কাছে এমন অভিযোগ জানিয়ে অনুষ্ঠান বাতিলের দাবি জানায় 'ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ' নামের একটি সংগঠন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয় অনুষদ কর্তৃপক্ষ।
পরে বিকল্প হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার প্রাঙ্গণে উৎসবের ব্যবস্থা করা হলেও সেখানে 'বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ আয়োজন স্থগিত করে দেয়' বলে জানান আয়োজকরা।
আয়োজনের বিষয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় জানিয়েছে, এখানে আয়োজন করা যাবে না, "গোলযোগ" হওয়ার আশঙ্কা আছে। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল। বাধ্য হয়ে আমরা চারুকলা থেকে চলে আসি গেন্ডারিয়ায় কচিকাঁচার মেলার মাঠে। সেখানেও দেখি পুলিশের ঝামেলা সকালে। এখানে এরকম বলা হয়েছে—নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সমাবেশ নাকি সভা আছে এখানে।'
'প্রকৃতির মধ্যে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত কিছু নাই। প্রকৃতি আসে প্রকৃতি যায়। আমরা প্রকৃতির বন্দনা নিয়ে কাজ করি। এরকম বিষয়টা বন্ধ করে কার লাভ হলো, আমি জানি না', যোগ করেন তিনি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, 'প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। ভুঁইফোড় অনেক সংগঠন এসব আয়োজনকে কুক্ষিগত করতেই নানান ষড়যন্ত্র করছে। তবে প্রকৃতি নিজের নিয়মেই তাদের জবাব দেবে।'