ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে 'বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের প্রায় ১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশ নেন।
ডাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসজুড়ে জমে থাকা বর্জ্য অপসারণ, আইল্যান্ড রং করা এবং মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
অভিযান নিয়ে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ''আজকের পরিচ্ছন্নতা অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে জনগণ ও শিক্ষার্থীদের স্বার্থে একসাথে কাজ করার এক অনন্য উদাহরণ। এটিকে বলব, 'ওয়ান স্মল স্টেপ ইন দা রাইট ডাইরেকশন'। এই উদ্যোগ আজ শুরু হলো, তবে আমাদের আরও বহুদূর যেতে হবে। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন।"
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ''বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৮টি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন ফ্যাকাল্টি ও প্রাঙ্গণ পরিষ্কারে একাধিক দল কাজ করেছে। এই ক্যাম্পেইন তখনই সার্থক হবে, যখন আমরা নিজেরাও যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকব। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক একটি 'ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস'- যা সারা দেশে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।"
এই কর্মসূচিতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, ডাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।