সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
অভিযোগে নাম থাকা অন্য দুইজন হলেন- মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার পর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ করা হয়। অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয়ে। তবে এটি এখনো মামলায় রূপান্তর হয়নি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগকারী আরিয়ান আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, 'ক্রমাগত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিমূলক বক্তব্য ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তি করার কারণে আনিস আলমগীর, মারিয়া কিশপট্টা, মেহের আফরোজ শাওন ও ইমতুর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আমি নিজে বাদী হয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ দায়ের করেছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন, শেষ হলে মামলা দায়ের করা হবে আগামীকাল। ন্যায়বিচারের প্রতি পূর্ণ আস্থা রাখছি।'
