জাকসুতে ‘সম্প্রীতির ঐক্য’ নামে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত 'সম্প্রীতির ঐক্য' নামে ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে অমর্ত্য রায়কে সহ-সভাপতি (ভিপি) পদে এবং শরণ এহসানকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন 'সংশপ্তক' ভাস্কর্যের পাদদেশে প্যানেল ঘোষণা করেন অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট প্রাপ্তি তাপসী।
এতে এখন পর্যন্ত ঘোষিত প্যানেলগুলোর মধ্যে সর্বোচ্চ ১১ জন নারী প্রার্থী, ৭ জন আদিবাসী, ৬ জন সনাতন ধর্মাবলম্বী, ৩ জন বৌদ্ধ ও ২ জন খ্রিস্টান ধর্মাবলম্বী প্রার্থী রয়েছেন।
এ নিয়ে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় বলেন, 'গণ-অভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠের আধিপত্য এবং সামনের দিনে ফ্যাসিবাদের আশঙ্কা। এই বাস্তবতায় সম্প্রীতির ঐক্য প্যানেল ইনক্লুসিভ বার্তা দিতে চায়।'
তিনি আরও বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যেন একটি অন্তর্ভুক্তিমূলক জায়গায় পরিণত হয়, সেটিই আমাদের লক্ষ্য। আমরা চাই, বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মানুষ যেন— ধর্মীয় পরিচয় বা সামাজিক অবস্থানের কারণে কোনোভাবেই নিপীড়নের শিকার না হন।'
প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে ফারিয়া জামান নিকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সুকান্ত বর্মন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে সোমা ডুমরী এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান জনি মনোনীত হয়েছেন।
এছাড়া, সাংস্কৃতিক সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মায়মুনা বিনতে সাইফুল, নাট্য সম্পাদক পদে ইগিমি চাকমা, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে প্রত্যাশা ত্রিপুরা এবং সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রেংথ্রি ম্রো মনোনীত হয়েছেন।
প্যানেলে তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. মাহফুজ আহমেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে আবরার হক বিন সাজেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে মায়িশা মনি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে মো. তাজুন ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে লাবিবা মুবাশশিরা ইশাদি এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সীমান্ত বর্ধন মনোনীত হয়েছেন।
এছাড়া, কার্যকরী সদস্য (নারী) পদে আরিফা জান্নাত মুক্তা, আনিকা তাবাসসুম ফারাবী এবং আদৃতা রায়, কার্যকরী সদস্য (পুরুষ) নিহ্লা অং মারমা, সৈকত কুমার কানু, চুই থুই প্রু মারমা এবং মো. এরফানুল ইসলাম ইফতু।
প্যানেল ঘোষণা শেষে শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও খাদ্য, সংস্কৃতি,সামাজিক সুরক্ষা বলয়, ধর্মীয় অধিকার নিয়ে লিখিত নির্বাচনী ইশতেহার পাঠ করেন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শরণ এহসান।