ঢাকা বিমানবন্দরের ‘নো ফ্লাই জোনে’ অনুমোদনবিহীন ৫২৫ উঁচু ভবন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের: সিভিল এভিয়েশন চেয়ারম্যান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশেপাশে 'নো-ফ্লাই জোন'-এ অনুমতি ছাড়া অন্তত ৫২৫ টি উঁচু ভবন গত ১০ বছরে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
আজ বৃহস্পতিবার ক্যাব-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, "যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের নাই, তাই আমরা এই ব্যাপারে রাজউককে বারবার চিঠি লিখে জানিয়েছি | এখন এটা ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের।"
সাম্প্রতিক মাইলস্টোন দুর্ঘটনার পর বিমানবন্দরের আশেপাশে নির্মিত উঁচু ভবনের বিষয়টি আবারো সামনে চলে আসে |
তবে সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইলস্টোনের আশেপাশে কোন অনুমোদনবিহীন উঁচু ভবন নেই | মাইলস্টোনের আশেপাশে ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন রয়েছে | সেখানে সর্বোচ্চ ১৩৫ ফুট পর্যন্ত উঁচু ভবন রয়েছে |
সিভিল এভিয়েশন চেয়ারম্যান থার্ড টার্মিনাল উদ্বোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি | তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই থার্ড টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন | এখনো জাপানি কনসোটিয়ামের সাথে থার্ড টার্মিনাল অপারেশন বিষয়ে দেন দরবার চলছে বলে তিনি জানান | সমঝোতা হলে উভয়ের মধ্যে একটি চুক্তি হবে বলে তিনি জানান |