নির্বাচনের সময়সূচি নিয়ে সন্তুষ্ট জামায়াত, তবে জুলাই ঘোষণাপত্রের সমালোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দলের আমির জাতীয় নির্বাচনের জন্য যে সময়সীমা প্রস্তাব করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, তা জামায়াতের সময়সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আজ (৬ আগস্ট) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তাহের বলেন, "আমরা মনে করি, আমির জামায়াত যে টাইমলাইন দিয়েছিলেন, প্রধান উপদেষ্টার গতকালের নির্বাচনের তারিখ ঘোষণা সেই দাবিকেই পূরণ করেছে। এটি আমরা ইতিবাচকভাবে দেখছি।"
তবে একইসঙ্গে তিনি সম্প্রতি ঘোষিত ২৮ দফার 'জুলাই ঘোষণা'র সমালোচনা করে বলেন, "প্রধান উপদেষ্টা ঘোষিত ২৮ দফা ছিল একটি অসম্পূর্ণ বিবৃতির মতো। এতে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি।"
তিনি আরও বলেন, "ঘোষণাপত্রে স্বাধীনতার পরবর্তী দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা থাকলেও ১৯৪৭ সালের রাজনীতিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ও ২৮ অক্টোবরের হত্যার কোনো উল্লেখ নেই।"
"জুলাই ঘোষণায় আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, প্রবাসী অ্যাক্টিভিস্টদের কথা নেই। এটা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া কিছুই নয়," বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।