ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মানুষ বিশ্বাস করে না: জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। কিন্তু তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। এমন প্রহসনের প্রশাসন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে—এটা একজন শিশুও বিশ্বাস করে না।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 'আমি অনেক জায়গায় বৈঠকে যাই, সেখানে রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? তখন আমি উত্তরে বলি—আপনাদের প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। এই প্রশ্নের মধ্য দিয়েই বোঝা যায়, আপনারা নিজেরাও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়ে আছেন। শুধু তারাই নয়, দেশের সাধারণ মানুষও সর্বত্র একে অন্যকে একই প্রশ্ন করেন। অর্থাৎ তারাও বিশ্বাস করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।'
তিনি বলেন, 'দেশে মব সন্ত্রাস চলছে। অনেকে এই সন্ত্রাসের ভয়ে ভীত, সত্য কথা বলতে পারছেন না। মব সন্ত্রাসের পাশাপাশি সারাদেশে হত্যাকাণ্ড ঘটছে। প্রতিদিন পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করছে। এমন চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর।'
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, 'আজকে গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব—গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা কল্পনাও করবেন না। কারণ আগামী ১০ বছর পর আবার বিপ্লব হলে বলা হবে, যারা সংবিধান পরিবর্তন করেছিল তারা অপরাধী, তাদের বিচার হবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরও চাইলেই সংবিধান পরিবর্তন করে দেশ শাসন করা যেত, কিন্তু তা করা হয়নি। সাংবিধানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। তাই এখন আর সংবিধান পরিবর্তনের কথা ভাবা উচিত নয়।'
সভায় জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, '১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করেছিলাম—কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য। তাই মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ অপমান করলে হৃদয়ের রক্তক্ষরণ হয়।'
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, 'প্রধান উপদেষ্টা জাতিসংঘসহ সর্বত্র মানবাধিকারের কথা বলছেন। অথচ দেশে প্রতিদিন নির্মমভাবে মানুষ হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলবাজির ঘটনা ঘটছে। এসবের দিকে প্রধান উপদেষ্টার কোনো নজর নেই।'