৩৫% শুল্ক: বাণিজ্য চুক্তি সইয়ের খসড়া চূড়ান্তে তৃতীয় দিনের মতো আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার শেষ দিন আজ।
বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেতে একটি বাণিজ্য চুক্তি সইয়ের জন্য খসড়া চূড়ান্ত করতে শুক্রবার (১১ জুলাই) রাতে তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ প্রতিনিধিদল।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গত দুই দিনের আলোচনা শেষে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমবে কি না কিংবা শুল্ক কমানোর জন্য দুই দেশের চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে কি না এ বিষয়ে সফরকারি প্রতিনিধিদল বা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গত বুধবার রাতে মিটিং শুরুর আগে বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন, 'দেশের জন্য যেটা বেস্ট, সেটাই করবেন তিনি।'
ওইদিন মিটিং শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। কাল, পরশুও আলোচনা চলবে। যুক্তি-তর্কে অধিকাংশ বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। তবে এখনই শুল্ক ইস্যু নিয়ে মন্তব্য করা যাবে না।'
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ অবস্থায় আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার অগ্রগতি জানতে বৃহস্পতিবার ব্যবসায়ীরা জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে দেখা করেছেন।
সেখানে তারা বলেছেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার যেন কোনোমতেই প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি না হয়।