প্রেসক্লাবের সামনে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ অন্যান্য দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা এই বিক্ষোভে যোগ দিতে জড়ো হন।
পরে তারা জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলেও পুলিশ তাদের বাধা দেয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারীরা জানান, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে।
'বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম' ব্যানারে আজ সকাল ৭টার পর থেকেই আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে প্রেসক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার জন্য রওনা দেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় এগোতে পারেননি।
দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে জাতীয় প্রেসক্লাবের সামনে যান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তিনি আন্দোলনরত ব্যক্তিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রেসক্লাবের ভেতরে আলোচনা করেন।
পরে বিকেল সোয়া ৪টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। আমরা সব দাবিদাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।'
বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেসক্লাব থেকে বের হতে যান। এ সময় তার গাড়িবহরের সামনে চাকরিচ্যুতরা শুয়ে পড়েন। পরে প্রেসক্লাবের ভেতর থেকে গাড়ি আর বের হতে পারেনি।