আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
সোমবার (১২ মে) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ৫২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের শহীদনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।
এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিকুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, শফিকুল ইসলাম লিটন, মাইনউদ্দিন আহমেদ রাসেল, কবির হোসেন, জামির হোসেন রনি ও মোতালেব হোসেন মাস্টার।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, 'সোমবার রাতে দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ওসি নাসির উদ্দিন আহমেদ ও ওসি শাহিনুর আলমসহ পুলিশের কয়েকজন সদস্য রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আইভীর বাড়িতে অবরুদ্ধ থাকেন।
ওই সময় বাড়ির বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন।
গত ১০ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
আইভীকে গ্রেপ্তারের পর শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের একাধিক সদস্য আহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।