ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য পরিবর্তন

বুধবার (৭ মে) ভোররাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দুইদেশের আকাশসীমা অনিরাপদ বিবেচনায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রুট পরিবর্তন করা ফ্লাইটগুলো তার্কিশ এয়ারলাইনস, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের।
তিনি জানান, তুরস্ক থেকে ঢাকামুখী ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরার ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং অপর ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।
যদিও কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি বাংলাদেশে নিয়মিত চলাচল করে না বলে জানানো হয় বিবৃতিতে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, "আজ সকাল থেকে স্বাভাবিক ভাবেই ডাইভার্টেড ফ্লাইট ৩টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাতে শুরু করেছে।"