চট্টগ্রামে কেইপিজেডে পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে রোহান (১২) ও মিজবাহ (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিয়াম (১১) ও সিফাত (১২) নামে আরও দুই শিশু। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কেইপিজেডের ব্লক-সি এর পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহত রোহান উপজেলার বৈরাগ ৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে এবং মিজবাহ একই এলাকার এমরানের ছেলে।
আহত সিয়াম একই এলাকার মুসতাকের ছেলে এবং সিফাত ওই এলাকার হাশেমের ছেলে।
এদিকে, কেইপিজেড কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার স্থানটিতে অতি পুরাতন ও পরিত্যক্ত ভঙ্গুর খাড়া বালুর ঢিবি বিদ্যমান। এছাড়া স্থানটি নিরিবিল হওয়ায় সেই ভঙ্গুর বালুর টিলায় কিছু পরিযায়ী পাখি ও শিয়াল গর্ত করে বসবাস করে। দিনের বেলায় শিয়াল না থাকলেও পাখির গর্তে পাখি আসা-যাওয়া করে। পাখি ধরতে আসা একদল কিশোর শিয়ালের গর্তটিকে কাঁচি দিয়ে বড় করার উদ্দেশ্যে মাটি সরাতে গেলে উপর থেকে মাটি ধসে পড়ে তারা মাটিচাপা পড়ে।

পাশে অবস্থান করা অন্য কিশোরেরা এসময়চিৎকার শুরু করে এবং গ্রামে খবর দেয় গ্রামবাসী ও কেইপিজেড সিকিউরিটিরা দ্রুত এসে বালু সরিয়ে আহত কিশোরদের উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, দুর্ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কেইপিজেড কর্তৃপক্ষকে দায়ী করার অপচেষ্টায় লিপ্ত। ঘটনাস্থল ব্লক-সি এর অর্ন্তগত হলেও ভূমি উন্নয়ন কাজের স্থানটি ঘটনাস্থল হতে প্রায় ১০০ মিটার পশ্চিমে অবস্থিত।
গত ৩০ এপ্রিল স্থানীয় প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ারা সহ পরিবেশ অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন ব্লক-সি এর ভূমি উন্নয়ন এলাকা পরিদর্শন করেন। বর্তমানে ব্লক-সিতে কোনো ভূমি উন্নয়ন কাজ চলমান নেই।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, 'সকালে চার জনকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই। বাকি দুজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।'