চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইলতলি ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের বরাত দিয়ে জানা গেছে, দোকানে সিলিন্ডার নামানোর সময় এক কর্মচারী সিগারেট ধরান। এতে লিক হওয়া গ্যাসে আগুন ধরে মুহূর্তে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে দোকান ও আশপাশে থাকা শ্রমিকদের গ্রাস করে। এতে ১০ জন দগ্ধ হন।
প্রথমে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯)।, মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) এবং মোহাম্মদ সালেহ (৩৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, 'আহত সবাই বর্তমানে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট–৩৬-এ চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।'