স্থানীয় সরকার নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে একমত এনসিপি-ইসলামী আন্দোলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন, জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দোষীদের বিচার এবং মৌলিক সংস্কার।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংলাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংলাপে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জনদুর্ভোগ কমাতে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা প্রয়োজন, এ বিষয়ে দুই দল একমত হয়েছে।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখার বিষয়েও একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তারা আরও দাবি করেছে, মৌলিক রাজনৈতিক সংস্কার সম্পন্নের পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
সংলাপে দুটি দল গঠনমূলক সংসদ নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও আলোচনা করে।
ভবিষ্যতের রাজনৈতিক কৌশল প্রণয়ন এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বৈঠকে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।
সংলাপে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ডক্টর আতিক মুজাহিদ, সরোয়ার তুষার, আশরাফ উদ্দিন মাহদী, যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সদস্য আল আমীন টুটুল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ,সহকারী মহাসচিব সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইউম।