হেনস্তার অভিযোগে বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

সাংবাদিক হেনস্তার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সফর শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গণমাধ্যমকর্মীরা জানান, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক সাংবাদিক স্লোগান বন্ধের অনুরোধ করলে তাদের ওপর নেতা-কর্মীরা চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা এনসিপির নির্ধারিত ব্রিফিং বয়কট করেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, খোঁজ নিয়ে তারা জেনেছেন ঘটনাটি ঢাকা মহানগর উত্তরের কর্মীরা ঘটিয়েছেন। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় তারা ভুক্তভোগী সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সিনিয়র নেতারা ব্যক্তিগতভাবে ফোন করে খোঁজ নিয়েছেন।
তিনি আরও বলেন, 'ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সামগ্রিকভাবে এটি বিব্রতকর, আমরা দুঃখ প্রকাশ করছি।'
মুশফিক উস সালেহীন জানান, জাতিসংঘ সফর শেষে এনসিপির প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন যথাসময়ে করা হবে এবং শিগগিরই সেটি জানিয়ে দেওয়া হবে।