এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোনো মামলা করব না: নাগরিক ঐক্যের সভাপতি মান্না

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিলে কোনো মামলা করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।'
মাহমুদুর রহমান মান্না বলেন, 'আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) আর কাউকে দিতে পারেন না।'
তিনি বলেন, 'ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী।'
মাহমুদুর রহমান মান্না বলেন, 'শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।'
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন পায় নাগরিক ঐক্য। দলটি কেটলি প্রতীকের বদলে শাপলা বা দোয়েল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করে।
অন্যদিকে, নতুন নিবন্ধনের অপেক্ষায় থাকা এনসিপিও একই প্রতীক দাবি করায় নির্বাচন কমিশনের (ইসি) সামনে তৈরি হয়েছিল নতুন জটিলতা।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, 'এনসিপি শাপলা চেয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। নাগরিক ঐক্যকে শাপলা দেইনি আমরা। তখন আলোচনায় আনেনি। এখন কেন এত আলোচনা?'
ইসি সূত্র জানায়, নির্বাচনী প্রতীকের চূড়ান্ত তালিকা বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি হয়েছে। ইসি সচিব বিকল্প প্রতীকের জন্য আবেদন করার সুযোগ দেওয়ার পর এনসিপি আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন করে।
এ বিষয়ে সিইসি বলেন, 'চিঠি নিয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নেব। আমাদের কমিশনের সভায় আলোচনার পর পরবর্তী কাযক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব। কমিশন সভার আলোচনার পর কথা হবে।'
তিনি বলেন, 'নাগরিক ঐক্য তাদের সংরক্ষিত প্রতীকের (কেটলি) পরিবর্তে শাপলা চেয়েছে। এটা দেওয়া যাবে না বলে দিয়েছি। তারপর এনসিপি দেয়েছে। প্রথমটা নাগরিক ঐক্যের, প্রথমটা দিইনি। এনসিপি তো দ্বিতীয়বার আবার দিলো। কমিশন সিদ্ধান্তের আগে তো বলা যাবে না। নাগরিক ঐক্যের বিষয়েও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এবারও এনসিপির বিষয়ে সিদ্ধান্ত হবে।'