পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকপ্রকাশ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, 'তার মৃত্যুতে আমরা এক মর্যাদাপূর্ণ পোপ যুগের অবসান দেখলাম—যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার গুণাবলিতে পরিপূর্ণ।'
শোকবার্তায় বলা হয়, 'তার নেতৃত্ব ধর্মীয় সীমানার বাইরে গিয়ে লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সহানুভূতিশীল বিশ্ব গঠনের প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল।'
প্রধান উপদেষ্টা বলেন, 'আমি বহুবার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করার এবং শান্তি, মানবিক মর্যাদা এবং পরিবেশ রক্ষার লড়াইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।'
তিনি আরও বলেন, 'এই দুঃখের সময়ে আমরা ক্যাথলিক চার্চ এবং এ ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেই সঙ্গে তার শিক্ষার গভীর প্রভাব এবং সবার প্রতি তার মানবিক আচরণকে স্মরণ করছি।'
শোকবার্তায় আরও বলা হয়, 'পরলোকগমনকারী আত্মার চিরশান্তি কামনা করি। তিনি দয়া ও মানবিকতা সম্পন্ন যে ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার স্বপ্ন দেখতেন, আমরা যেন তার প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রাখতে পারি।'