চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও বিখ্যাত বাংলাদেশি রক ব্যান্ড 'ওন্ড'-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন।
আজ (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জিমে থাকাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ওন্ডের সদস্য প্রীতম আরেফিন এই খবর নিশ্চিত করেছেন।
২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম 'ওয়ান', ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম 'টু', এবং ২০২১ সালে ইপি 'এইটিন' প্রকাশের মাধ্যমে তারা একটি স্বতন্ত্র সঙ্গীতধারা গড়ে তোলে। রাতুলের অনন্য কণ্ঠস্বর ও গায়কির দক্ষতার কারণে ব্যান্ডটি দ্রুত বিপুলসংখ্যক ভক্তের ভালোবাসা অর্জন করে।
এ কে রাতুল কেবল একজন গায়কই নন, একজন দক্ষ সংগীত প্রযোজক হিসেবেও তিনি স্বীকৃত ছিলেন। রক সংগীত সম্প্রদায়ের অনেক ব্যান্ডের জন্য তিনি একাধিক জনপ্রিয় অ্যালবাম ও একক গান প্রযোজনা করেছেন।
চিত্রনায়ক জসীমের দুই ছেলে এ কে রাহুল এবং এ কে সামি—উভয়ই রক সংগীতাঙ্গনে সুপরিচিত নাম।
এ কে রাতুলের চলে যাওয়া সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। তিনি রেখে গেলেন এক সমৃদ্ধ ও অনন্য সঙ্গীত উত্তরাধিকার।