কারাগারে অসুস্থ, ঢাকা মেডিকেলে মৃত্যু হলমার্ক গ্রুপের এমডি তানভীরের
হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ শনিবার রাতে (২৯ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তানভীর মারা যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরও টিবিএসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, তানভীর দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, বমি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারা কর্মকর্তারা বলেন, ২৯ নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের বহুল আলোচিত ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনায় ভুয়া নথিপত্র ব্যবহারের দায়ে গত বছরের ১৯ মার্চ ঢাকার একটি আদালত তানভীর মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
