লুট করে নিয়ে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে সিলেট নগরীতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কেএফসি'র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার রেজাউল করিম মঙ্গলবার সকালে এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, বাটা শো-রুম থেকে লুট হওয়া কয়েক জোড়া জুতা নগরের তেররতন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শো-রুম থেকে লুট হওয়া জুতা বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন দেখে পুলিশ সেখানে অভিযান চালায় এবং ঘটনায় জড়িত সন্দেহে তেররতন থেকে এক যুবককে আটক করে। তার বাসা থেকে লুট হওয়া কয়েক জোড়া জুতাও উদ্ধার করা হয়।
এসএমপি কমিশনার আরও জানান, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কেএফসি'র সিলেট শাখার পক্ষ থেকে সোমবার রাতেই মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, সোমবার সারা দেশের মতো সিলেটেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ থেকে নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি, চৌহাট্টায় ডমিনোজ পিজ্জা, আম্বরখানায় ইউনিমার্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া দরগাহ গেট, আম্বরখানা ও বারুতখানা এলাকার বাটার শো-রুমেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।