মোহাম্মদপুরে গয়নার দোকান লুট, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ এবং ৬০০ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিউ রানা জুয়েলার্স নামের গয়নার দোকানে এই চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দোকানের কেচি গেইট ও সাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন, সিন্দুকসহ সব ভাঙা অবস্থায় পড়ে আছে।
তার দাবি, চোরেরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণের ও ৬০০ ভরি রূপার গয়না নিয়ে গেছে। এর মধ্যে ৫০ ভরি তার নিজের ও ২০ ভরি স্বর্ণ বন্ধকি ছিল। এছাড়া, স্বর্ণ কেনার রশিদ ও নগদ চার লাখ টাকা নিয়ে গেছে চোরের দল।
দোকানের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটের দিকে ৬ জন ব্যক্তি দোকানের সাটার খুলে ভেতরে ঢোকেন। আর গেইটে দুজন দাঁড়িয়ে থাকেন। তাদের বেশিরভাগেরই মাথায় টুপি এবং মুখে মাস্ক পরা। কারো কারো মাথা ঢাকা ছিল হুডি দিয়ে। ভিডিওতে দেখা যায়, তারা দোকান থেকে গয়নার বাক্সগুলো নিয়ে যাচ্ছেন।
চুরির বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চন্দ্রিমা বাজার এলাকায় একটি গয়নার দোকানে চুরি হয়েছে। দোকানের মালিক দাবি করেছেন, চোরেরা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রূপার গয়না নিয়ে গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।'
