গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে; বিক্ষোভ কর্মসূচি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। তাছাড়া ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, আজ কোনো ক্লাস-পরীক্ষা হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন এবং সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ ডেকেছে।
গতকাল বাংলাদেশের ছাত্রনেতারা আজ দেশজুড়ে 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচির ডাক দেন।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, জনতা, এমনকি শিশু-কিশোরদেরও জড়ো হতে দেখা গেছে ইসরায়েলবিরোধী কর্মসূচিতে। তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে দেখা গেছে।

বুয়েট-এর শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীন ফিলিস্তিন ও গণহত্যা বন্ধের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিপীড়ন ও নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। তেজগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে ১১টায় ৮ নম্বর গেট থেকে 'স্ট্যান্ড ফর প্যালেস্টাইন' ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিল থেকে গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া হয়।

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টায় 'গ্লোবাল স্ট্রাইক' কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা।
এছাড়া, ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কুষ্টিয়ায় বেলা ১০ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়।

প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে ছিলেন পুলিশ সদস্যরা। এছাড়া, বেলা পৌনে ২টায় দূতাবাসের উল্টোদিকের পদচারী সেতুর সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনালে ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে সারা দেশের মত ঢাকার সাভারের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ থেকে ৬ হাজার শিক্ষার্থী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। পরে একটি র্যালি নিয়ে ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
এসময়, শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডিসহ, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এছাড়াও, এর আগে গতকাল এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসন।
একইভাবে প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। সকাল ১০ টার দিকে বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ও ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এছাড়া, সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, নির্বিচার হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সাভার বাস স্ট্যান্ড এলাকায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পৃথক আরও দুটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। এছাড়াও একইভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় ঢাকার ধামরাই এলাকায়ও।
বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফিলিস্তিনের পতাকা এসব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসব সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়াও বিশ্ববাসীকে একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জোর দাবি জানানো হয় এসব প্রতিবাদ সমাবেশ থেকে।