জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা, তোপের মুখে ক্ষমা চাইলেন ঢাকার সিভিল সার্জন

জুলাই গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। পর অবশ্য তিনি এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন।
আজ বুধবার (২৬ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, '১৯৭১ সালের আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম এখনও তা অপূর্ণ রয়ে গেছে। যে কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব।'
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, 'যে দুই কারণে ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪ এ যুদ্ধ হয়। বার বার যুদ্ধ করেছি।'
এ কথা বলার পর পরই অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানান। তারা বলেন, আপনি বলছেন একই কারণে যুদ্ধ হয়েছে। একই কারণে না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ২০২৪ এর আন্দোলনে তুলনা হয় না।
অনুষ্ঠানে উপস্থিত এক বীর মুক্তিযোদ্ধা বলেন, যখন মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাইকে এক বলা হয়, তখন আমাদের কষ্ট লাগে। আমাদের সম্মানে আঘাত লাগে।
পরে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চান ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, 'আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার অজান্তে কোনো কথা আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত।'