তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুর থেকে ঢাকায় আসছেন বিএনপির ৪০ হাজার নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ফরিদপুর থেকে বিএনপি-অঙ্গ সংগঠনের কমপক্ষে ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে জেলা বিএনপি সূত্রে থেকে জানা গেছে।
জানা গেছে, জেলার ৯টি উপজেলা এবং ছয়টি পৌরসভা, ৮১টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষ্যে পুরো জেলার পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। আবার অনেকে বিভিন্নভাবে দুদিন আগে থেকে ব্যক্তিগতভাবে ও ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজিমুল কায়েস বলেন, ছাত্রদলের পক্ষ থেকে জেলাজুড়ে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফরিদপুর থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি চলছে।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইতিহাসের স্মরণীয় এ আয়োজনের সাক্ষী হতে আমরা ঢাকামুখী হবো। আমার সদর উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
