ঢাকার ৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৪৪ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি ২১ জন সম্ভাব্য প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম এসব তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১ আসনে ৮ জন, ঢাকা-২ আসনে ৩ জন এবং ঢাকা-৩ আসনে সর্বোচ্চ ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ঢাকা-১৯ আসনে ১১ জন এবং ঢাকা-২০ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে আপিল ও তা নিষ্পত্তির সময়সীমায় কিছুটা পরিবর্তন আনে।
নির্বাচন কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে কারও মনোনয়নপত্র বাতিল হলে তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এই আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষে ১২ ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
