অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, আরএমপির ৫ ডিবি পুলিশসহ আটক ৬

বগুড়ায় দুই তরুণকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) শাজাহানপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম এলাকা থেকে এই পাঁচজনকে আটক করে কুন্দারহাট হাইওয়ে থানা।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী।এ ছাড়া মাইক্রোবাসচালক মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাতে রাজশাহী মেট্রোপলিটন ডিবির ওই পাঁচ সদস্য বগুড়ার ধুনট উপজেলায় অভিযানের নামে দুই শিক্ষার্থীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। অপহরণের শিকার দুই শিক্ষার্থীর অভিযোগ পরে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় রাজশাহীর ডিবির ওই পাঁচ সদস্য।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি (পরিদর্শক) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আরএমপির গোয়েন্দা শাখার পাঁচ সদস্য গতকাল রাতে কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলায় এসে জুয়া খেলার অভিযোগে চৌকিবাড়ি ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রাব্বী (১৯) ও জাহাঙ্গীর (২৪) নামের দুই তরুণকে আটক করে মাইক্রোবাসে তোলেন।
পরে শেরপুর উপজেলার মির্জাপুরে গাড়ি থামিয়ে তাদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরবর্তীতে রাব্বি ও জাহাঙ্গীর তাদের আত্মীয় স্বজনদের জানায়। দর-কষাকষি করে নগদ ২ লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, 'বিষয়টি বগুড়া জেলা পুলিশ জানতে পেরে বগুড়ার বিভিন্ন স্থানে খবর পাঠিয়ে দেয়। তথ্য অনুযায়ী শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় গাড়িটি আটক করা হয়। এতে থাকা ছয় জনকে আমরা আটক করি। এর মধ্যে পাঁচ জন নিজেদের আরএমপির গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দেন। আর একজন গাড়ি চালক।'
তিনি আরও বলেন, 'পরে জেলা পুলিশের মাধ্যমে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা কাউকে না জানিয়ে অসৎ উদ্দেশ্যে বগুড়ায় এসেছিলেন। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া নগদ দুই লাখ টাকা ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়।'
পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।