রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় মামলা

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় দায়ের হওয়া মামলার একটি হত্যা মামলা ও অপরটি অপমৃত্যুর মামলা। হত্যা মামলার বাদী নিহত মনিরা বেগমের মা শিউলী বেগম। আর অপমৃত্যুর মামলার বাদী নিহত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। কোনো মামলাতেই কাউকে আসামি করা হয়নি।
এর আগে সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও দেড় বছরের মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে ঋণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা রয়েছে।
চিরকুটসহ ঘটনার সঙ্গে জড়িত সব ধরনের আলামত জব্দ করেছে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, 'প্রাথমিক ধারণা, ঋণের কারণে এমন ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'