বিবিসির চোখে পৃথিবী বদলে দেওয়া ১০০ উপন্যাস

সাহিত্য কেবল অক্ষরের সমাহার নয়, বরং ভাবনার এক বিশাল জগৎ। গত তিন শতাব্দীতে ইংরেজি ভাষায় এমন কিছু উপন্যাস লেখা হয়েছে যা শুধু পাঠকদের মন জয় করেনি, বরং সমাজ ও মানুষের চিন্তার জগতকে একেবারে বদলে দিয়েছে। এই বইগুলো প্রচলিত ধারণার বাইরে গিয়ে আমাদের ভাবনার দরজায় কড়া নেড়েছে। বিবিসির বিচারকদের একটি প্যানেল এমনই ১০০টি যুগান্তকারী উপন্যাস বেছে নিয়েছেন, যা তাদের নিজেদের জীবনকেও নতুনভাবে দেখতে শিখিয়েছে। ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে তালিকাটি।
আত্মপরিচয়ের খোঁজে
আত্মপরিচয় নিয়ে লেখা এই ১০টি অসাধারণ উপন্যাস মানুষকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। বইগুলো নিয়ে পাঠকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আলোচনা তৈরি হয়েছে। তালিকা থেকে পছন্দের বইটি বেছে নিয়ে এই জগৎটাকে আবিষ্কারের যাত্রায় সামিল হওয়া যায়।
বিচারকদের মতে আত্মপরিচয় বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'বিলাভড' - টনি মরিসন
- 'ডেইজ উইদাউট এন্ড' - সেবাস্তিয়ান ব্যারি
- 'ফিউজিটিভ পিসেস' - অ্যান মাইকেলস
- 'হাফ অব আ ইয়েলো সান' - চিমামান্দা এনগোজি আদিচি
- 'হোমকামিং' - ইয়া জ্যাসি
- 'স্মল আইল্যান্ড' - আন্দ্রেয়া লেভি
- 'দ্য বেল জার' - সিলভিয়া প্লাথ
- 'দ্য গড অব স্মল থিংস' - অরুন্ধতী রায়
- 'থিংস ফল অ্যাপার্ট' - চিনুয়া আচেবে
- 'হোয়াইট টিথ' - জ্যাডি স্মিথ
ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন
ভালোবাসা, যৌনতা ও রোমান্স ছাড়া জীবনটা কেমন হতো?বিচারকদের মতে ভালোবাসা, যৌনতা ও রোমান্স বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'ব্রিজেট জোনস'স ডায়েরি' - হেলেন ফিল্ডিং
- 'ফরেভার' - জুডি ব্লুম
- 'জিওভান্নি'স রুম' - জেমস বল্ডউইন
- 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' - জেন অস্টেন
- 'রাইডার্স' - জিলি কুপার
- 'দ্য ফার প্যাভিলিয়নস' - এম. এম. কে
- 'দ্য ফরটি রুলস অব লাভ' - এলিফ শাফাক
- 'দেয়ার আইজ অয়্যার ওয়াচিং গড' - জোরা নিল হার্সটন
- 'দ্য প্যাশন' - জিনেট উইন্টারসন
- 'দ্য স্লেভস অব সলিটিউড' - প্যাট্রিক হ্যামিল্টন
রোমাঞ্চ জাগানো গল্প
এই দশটি উপন্যাস পাঠককে উত্তেজনা এবং আবিষ্কারের এক নতুন জগতে নিয়ে যাবে। 'দ্য লর্ড অব দ্য রিংস' এর মধ্য-পৃথিবী থেকে শুরু করে ওয়াল্টার স্কটের 'আইভ্যানহো'র দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ড পর্যন্ত প্রতিটি উপন্যাসই রোমাঞ্চে ভরপুর। বিচারকদের মতে অ্যাডভেঞ্চার বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:

- 'সিটি অব বোহেন' - কেভিন ব্যারি
- 'আই অব দ্য নিডল' - কেন ফলেট
- 'ফর হুম দ্য বেল টোলস' - আর্নেস্ট হেমিংওয়ে
- 'হিজ ডার্ক মেটেরিয়ালস ট্রিলজি' - ফিলিপ পুলম্যান
- 'আইভ্যানহো' - ওয়াল্টার স্কট
- 'মিস্টার স্ট্যান্ডফাস্ট' - জন বুকান
- 'দ্য বিগ স্লিপ' - রেমন্ড চ্যান্ডলার
- 'দ্য হাঙ্গার গেমস' - সুজান কলিন্স
- 'দ্য জ্যাক অব্রি নভেলস' - প্যাট্রিক ও'ব্রায়ান
- 'দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজি' - জে. আর. আর. টোকিয়েন
অন্য ভুবনের গল্প
এই দশটি উপন্যাসের জগতগুলো আমাদের চেনাজানা পৃথিবীর বাইরের। এখানকার গল্পগুলো হারানো, জন্ম-মৃত্যু এবং এক ভিন্ন মহাবিশ্বে বেঁচে থাকার সংগ্রামের কথা বলে।
বিচারকদের মতে এই বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'আ গেম অব থ্রোনস' - জর্জ আর. আর. মার্টিন
- 'অ্যাস্টোনিশিং দ্য গডস' - বেন ওকরি
- 'ডিউন' - ফ্রাঙ্ক হার্বার্ট
- 'ফ্রাঙ্কেনস্টাইন' - মেরি শেলি
- 'গিলিয়েড' - মেরিলিন রবিনসন
- 'দ্য ক্রনিকলস অব নার্নিয়া' - সি. এস. লুইস
- 'দ্য ডিস্কওয়ার্ল্ড সিরিজ' - টেরি প্রেচেট
- 'দি আর্থসি ট্রিলজি' - উরসুলা কে. লে গুইন
- 'দ্য রোড' - করম্যাক ম্যাকার্থি
- 'দ্য স্যান্ডম্যান সিরিজ' - নিল গাইম্যান
প্রতিবাদের ভাষা
রাজনীতি, ক্ষমতা এবং প্রতিবাদের এই উপন্যাসগুলো এমন সব ধারণা, মানুষ এবং ক্ষমতার লড়াইয়ের গল্প বলে যা পৃথিবীকে নতুন রূপ দিয়েছে। বিচারকদের মতে রাজনীতি, ক্ষমতা ও প্রতিবাদ বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'আ থাউজেন্ড স্প্লেনডিড সানস' - খালেদ হোসেইনি
- 'ব্রেভ নিউ ওয়ার্ল্ড' - অ্যালডাস হাক্সলি
- 'হোম ফায়ার' - কামিলা শামসি
- 'লর্ড অব দ্য ফ্লাইজ' - উইলিয়াম গোল্ডিং
- 'নটস অ্যান্ড ক্রসেস' - ম্যালোরি ব্ল্যাকম্যান
- 'স্ট্রাম্পেট সিটি' - জেমস প্লানকেট
- 'দ্য কালার পার্পল' - অ্যালিস ওয়াকার
- 'টু কিল আ মকিংবার্ড' - হার্পার লি
- 'আনলেস' - ক্যারল শিল্ডস
- 'ভি ফর ভেনডেটা' - অ্যালান মুর
সমাজ ও শ্রেণি
এই দশটি উপন্যাস শ্রেণি এবং সমাজের বাস্তবতাকে তুলে ধরে। অন্যের জীবন এবং একসঙ্গে বসবাসের প্রয়োজনীয়তাকে এই বইগুলো নতুনভাবে দেখতে শিখিয়েছে। বিচারকদের মতে শ্রেণি ও সমাজ বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:

- 'আ হাউস ফর মিস্টার বিশ্বাস' - ভি. এস. নাইপল
- 'ক্যানারি রো' - জন স্টাইনবেক
- 'ডিসগ্রেস' - জে.এম. কোয়েটজি
- 'আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড' - চার্লস ডিকেন্স
- 'পুওর কাও' - নেল ডান
- 'স্যাটারডে নাইট অ্যান্ড সানডে মর্নিং' - অ্যালান সিলিটো
- 'দ্য লোনলি প্যাশন অব জুডিথ হার্ন' - ব্রায়ান মুর
- 'দ্য প্রাইম অব মিস জিন ব্রডি' - মুরিয়েল স্পার্ক
- 'দ্য রিমেইনস অব দ্য ডে' - কাজুও ইশিগুরো
- 'ওয়াইড সারগাসো সি' - জিন রিস
বয়ঃসন্ধিকালের গল্প
এই দশটি উপন্যাস কৈশোর থেকে যৌবনে পা রাখার আনন্দ ও সংকটের গল্প বলে। চরিত্রগুলোর বেড়ে ওঠা এবং পৃথিবীতে নিজেদের পথ খুঁজে বের করার অসাধারণ সব কাহিনী রয়েছে এই বইগুলোতে।
বিচারকদের মতে বয়ঃসন্ধিকাল বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'এমিলি অব নিউ মুন' - এল. এম. মন্টগোমারি
- 'গোল্ডেন চাইল্ড' - ক্লেয়ার অ্যাডাম
- 'অরিক্স অ্যান্ড ক্রেক' - মার্গারেট অ্যাটউড
- 'সো লং, সি ইউ টুমরো' - উইলিয়াম ম্যাক্সওয়েল
- 'স্বামী অ্যান্ড ফ্রেন্ডস' - আর. কে. নারায়ণ
- 'দ্য কান্ট্রি গার্লস' - এডনা ও'ব্রায়েন
- 'দ্য হ্যারি পটার সিরিজ' - জে. কে. রাউলিং
- 'দি আউটসাইডার্স' - এস. ই. হিন্টন
- 'দ্য সিক্রেট ডায়েরি অব অ্যাড্রিয়ান মোল, এজড ১৩ ¾' - সু টাউনসেন্ড
- 'দ্য টোয়াইলাইট সাগা' - স্টিফেনি মেয়ার
বন্ধুত্ব ও পরিবার
পারিবারিক সম্পর্কের ভালো-মন্দ এবং বন্ধুত্বের অটুট বন্ধন নিয়ে লেখা এই দশটি উপন্যাস জীবনকে নতুন করে ভালোবাসতে শেখায়। বিচারকদের মতে পরিবার ও বন্ধুত্ব বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'আ সুইটেবল বয়' - বিক্রম শেঠ
- 'ব্যালেট শুজ' - নোয়েল স্ট্রিটফিল্ড
- 'ক্লাউডস্ট্রিট' - টিম উইন্টন
- 'কোল্ড কমফোর্ট ফার্ম' - স্টেলা গিবন্স
- 'আই ক্যাপচার দ্য ক্যাসেল' - ডডি স্মিথ
- 'মিডলমার্চ' - জর্জ এলিয়ট
- 'টেলস অব দ্য সিটি' - আর্মিসটেড মাউপিন
- 'দ্য শিপিং নিউজ' - ই. অ্যানি প্রক্স
- 'দ্য টেন্যান্ট অব ওয়াইল্ডফেল হল' - অ্যান ব্রন্টি
- 'দ্য উইচেস' - রোয়াল্ড ডাল
অপরাধ ও সংঘাত
যুদ্ধ, সহিংসতা, অপরাধ এবং সংঘাতের ভয়াবহ প্রভাব এই দশটি উপন্যাসের মূল উপজীব্য। বিচারকদের মতে অপরাধ ও সংঘাত বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:

- 'আমেরিকান ট্যাবলয়েড' - জেমস এলরয়
- 'আমেরিকান ওয়ার' - ওমর এল আক্কাদ
- 'আইস ক্যান্ডি ম্যান' - বাপসি সিধওয়া
- 'রেবেকা' - ড্যাফনি ডু মোরিয়ার
- 'রিজেনারেশন' - প্যাট বার্কার
- 'দ্য চিলড্রেন অব মেন' - পি.ডি. জেমস
- 'দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস' - আর্থার কোনান ডয়েল
- 'দ্য কোয়ায়েট আমেরিকান' - গ্রাহাম গ্রিন
- 'দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট' - মোহসিন হামিদ
- 'দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি' - প্যাট্রিসিয়া হাইস্মিথ
নিয়ম ভাঙার গল্প
এই বিভাগের উপন্যাসগুলোর চরিত্ররা সমাজের সব ধরনের নিয়ম ভাঙতে দ্বিধা করে না এবং জীবন সম্পর্কে মানুষের ধারণাকে চ্যালেঞ্জ করে।বিচারকদের মতে নিয়ম ভাঙা বিভাগে নির্বাচিত সেরা ১০টি উপন্যাস হলো:
- 'আ কনফেডারেসি অব ডানসেস' - জন কেনেডি টুল
- 'বার্টলবি, দ্য স্ক্রিভেনার' - হারম্যান মেলভিল
- 'হাবিবী' - ক্রেগ থম্পসন
- 'হাউ টু বি বোথ' - আলি স্মিথ
- 'নাইটস অ্যাট দ্য সার্কাস' - অ্যাঞ্জেলা কার্টার
- 'নাইনটিন এইটি-ফোর' - জর্জ অরওয়েল
- 'অরল্যান্ডো' - ভার্জিনিয়া উলফ
- 'স্মিথ, জার্নালিস্ট' - পি.জি. উডহাউস
- 'দ্য মুর'স লাস্ট সাই' - সালমান রুশদি
- 'জামি: আ নিউ স্পেলিং অব মাই নেম' - অড্রে লর্ড
অনুবাদ :নাফিসা ইসলাম মেঘা