টেকনাফে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন, আটক ৬

কক্সবাজারের টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় ছয় নেতাকে আটক করেছে পুলিশ। টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি জাবেদ ইকবাল, উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব মোশেদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহবুব রনি, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফি উল্লাহ, শফিকুর রহমান ও সাবরাং ইউনিয়ন যুবলীগের নেতা সৈয়দ আলম।
টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।