ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক তৎপরতা, শিক্ষার্থী নিপীড়ন ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতাহানি প্রতিরোধে ১১৭ নাগরিকের বিবৃতি

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক তৎপরতা, শিক্ষার্থী নিপীড়ন ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতাহানী প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ এশিয়াব্যাপী ঐক্যবদ্ধ লড়াই ও জনমৈত্রী গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের ১১৭ জন নাগরিক বিবৃতি প্রকাশ করেছে।
আজ (১৮ মার্চ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনগণের ওপর সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী আক্রমণ বৃদ্ধির নানান খবরে আমরা উদ্বিগ্ন।
ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা তার একটি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যেভাবে সরকারি দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা তার নিন্দা জানাই।
বলা হয়েছে, আমরা মনে করি, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে এবং তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো দেশেই সমস্যার সমাধান করা যায় না। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিগুলো তাদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্মানজনক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই কাম্য।
আমরা মনে করি যাদবপুরের শিক্ষার্থীরা যেভাবে কাশ্মীরের এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে কথা বলেছেন, তা অত্যন্ত সাহসী ও প্রশংসনীয়। আমরা তাদের এই মানবিক উদ্যোগের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।
আরও বলা হয়েছে, দোলযাত্রার দিনে ভারতের বিভিন্ন স্থানে উগ্র দক্ষিণপন্থী রাজনৈতিক গোষ্ঠীস্বার্থের সুবিধার্থে সুপরিকল্পিত উসকানি দিয়ে ভারতীয় সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর উপর যে হয়রানি ও ধর্মীয় অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তারও আমরা নিন্দা জানাই।
কাশ্মীরসহ বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার অবস্থান নেওয়া আমাদের সবার দায়িত্ব। এই প্রতিবাদ শুধু নিজেদের অধিকারের জন্য নয় বরং সারা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির জন্য এবং সকল দেশের নিপীড়িত মানুষ, সংখ্যালঘু জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানো সকল মুক্তিকামী মানুষের কর্তব্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দক্ষিণ এশিয়াজুড়ে বসবাসরত শান্তিকামী মানুষ চলমান সাম্প্রদায়িকতার বিষবাষ্পের আস্ফালন এবং ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতা রুখে দিতে জনমৈত্রী বিস্তৃত করবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন-
১. অধ্যাপক আনু মুহাম্মদ, সদস্য গণতান্ত্রিক অধিকার কমিটি
২. অধ্যাপক সলিমুল্লাহ খান, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি
৩. আলতাফ পারভেজ, লেখক ও গবেষক
৪. অরূপ রাহী, শিল্পী ও গবেষক
৫. পারভেজ আলম, লেখক
৬. রহমান মুফিজ,কবি
৭. ফেরদৌস আরা রুমী, কবি ও মানবাধিকার কর্মী
৮। বীথি ঘোষ, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক
৯. বর্ণালী সাহা , সাহিত্যিক ও সংগীত শিল্পী
১০. মানজুর আল মতিন, আইনজীবী
১১. লাবনী আশরাফি, চলচ্চিত্রকার ও শিক্ষক
১২. আরিফ রহমান, লেখক
১৩. তুহিন খান, কবি
১৪. রাফসান আহমেদ, চলচ্চিত্র কর্মী
১৫. অলিউর সান, শিক্ষক ও লেখক
১৬. মীর হুযাইফা আল মামদূহ, গবেষক
১৭. প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট
১৮. তুহিন কান্তি দাশ, কন্ঠশিল্পী ও গীতি কবি
১৯. পুন্নি কবীর, গবেষক, কোলন বিশ্ববিদ্যালয়, জার্মানি।
২০. সৈয়দ ফরহাদ , কন্ঠশিল্পী
২১. নাশাদ ময়ূখ, কবি
২২. রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট.
২৩. দিলীপ রায়, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী
২৪. সৈয়দ নিজার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৫. তানিয়াহ মাহমুদা তিন্নি, শিক্ষক ও সংস্কৃতি কর্মী
২৬. ফরহাদ নাইয়া, কবি
২৭. মেঘমল্লার বসু, সভাপতি,সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮. হুমায়ুন আজম রেওয়াজ, সাংস্কৃতিক কর্মী
২৯. ফাহিম আহমেদ চৌধুরী,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক , গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
৩০. নির্ঝর নৈঃশব্দ্য , লেখক
৩১. সহুল আহমদ, লেখক ও গবেষক
৩২. মাহতাব উদ্দীন আহমেদ, লেখক ও গবেষক
৩৩. ইমেল হক, নির্মাতা
৩৪. সেতু আরিফ, নির্মাতা
৩৫. সজীব তানভীর, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা
৩৬. সৈয়দ হাসান ইমতিয়াজ, রিসার্চ ইনভেস্টিগেটর, আইসিডিডিআরবি
৩৭. সৈয়দা নীলিমা দোলা, কবি
৩৮. এশা দেওয়ান, চিত্রকর
৩৯. প্রমা তানজিম আহমেদ, চিত্রশিল্পী
৪০. রাবেয়া মুহিব, শিক্ষার্থী
৪১. সৈকত দে, কবি ও গদ্যকার
৪২. ফরহাদ নাইয়া, কবি
৪৩. সাখাওয়াত ফাহাদ, সাংবাদিক
৪৪. তাসীন মল্লিক, সংবাদ কর্মী
৪৫. বাঁধন অধিকারী, সাংবাদিক
৪৬. তৌফিক হাসান, সাংবাদিক
৪৭. হিমু, আলোকচিত্রী
৪৮. রুমি প্রভা, সংস্কৃতি কর্মী
৪৯. মীর সাখাওয়াত, সংস্কৃতি কর্মী
৫০. দীপক কুমার গোস্বামী, নাট্য নির্দেশক
৫১. ফাত্তাহ সিয়াম, অ্যাক্টিভিস্ট
৫২. আফজাল হোসেন, অ্যাক্টিভিস্ট
৫৩. শাহেরীন আরাফাত, সাংবাদিক
৫৪. লাবণী মণ্ডল, সাহিত্য সমালোচক, অ্যাকটিভিস্ট
৫৫. ফারহা তাহসিন, চিত্রশিল্পী
৫৬. ওয়াসিম ইফতেখারুল হক, অ্যাক্টিভিস্ট
৫৭. মুনওয়ার আলম নির্ঝর, সাংবাদিক ও অধিকার কর্মী
৫৮. আজুমা হীম, কবি
৫৯. সামিউল আজীম, কবি
৬০. নজীর আমিন চৌধুরী, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
৬১ . মারজিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট
৬২. সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
৬৩. তাসীন মল্লিক, সংবাদ কর্মী
৬৪. আব্দুল মমিন, অ্যাক্টিভিস্ট
৬৫. শামীম আরা নিপা, অ্যাক্টিভিস্ট
৬৬. সুদীপ্ত বিশ্বাস বিভু, অ্যাক্টিভিস্ট
৬৭. এরশাদ নাবিল খান, অ্যাক্টিভিস্ট
৬৮. মুহাম্মদ গোলাম সারওয়ার, লেখক
৬৯. জুয়েইরিযাহ মউ, লেখক ও চলচ্চিত্র নির্মাতা
৭০. ওয়াসিফা জাফর অদ্রি, কবি
৭১. জাহিদ জগত, কবি
৭২. রফিক আমিন, কবি
৭৩. রোকন রকি , আইনজীবী
৭৪. সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
৭৫. জাহিদুল আবেদিন, লেখক
৭৬. মেহেদী হাসান নোবেল, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
৭৭. এ এইচ এম শাহীন, উদ্যোক্তা সংগঠক, জুলাই নেটওয়ার্ক
৭৮. তানহিম আহমেদ, কবি
৭৯. ড. সাজ্জাদুল বারী লিওন, গবেষক ও অ্যাক্টিভিস্ট।
৮০. গোলাম সারওয়ার, শিক্ষক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৮১. ডা. নাজমুস সাকিব, ডেন্টাল সার্জন
৮২. রাশেদ শাহরিয়ার , আহ্বায়ক, বাংলাদেশ যুব ফ্রন্ট
৮৩. সিরাজুম মুনীর, সদস্য, জাতীয় পরিষদ, সিপিবি
৮৪. নাসির উদ্দীন আহম্মদ নাসু, আহ্বায়ক, গণমুক্তি ইউনিয়ন।
৮৫. মামুন আল রাশীদ, শিক্ষক
৮৬. মিজানুর রহমান মিজান, গবেষক ও অ্যাক্টিভিস্ট।
৮৭. ফারহানা শারমীন ইমু, স্থপতি।
৮৮. চৌধুরী মুফাদ আহমদ, সাহিত্যকর্মী।
৮৯. জানে রোজারিও তালুকদার , কেন্দ্রীয় সদস্য, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।
৯০. শামীম ইমাম, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ।
৯১. শবনম হাফিজ, সভাপতি, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন
৯২. ডা: তন্ময় সান্যাল, সম্পাদক লিটল ম্যাগাজিন পোস্টকার্ড
৯৩. মিসবাহ জামিল, কবি
৯৪. খাঁন আয়্যুব, অ্যাক্টিভিস্ট
৯৫. মুতাসিম আলী, কবি ও লেখক
৯৬. সুব্রত শুভ, অ্যাক্টিভিস্ট
৯৭. অজিত দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন
৯৮. ইসহাক সরকার, শিক্ষক
৯৯. তানভীর তিয়াস, পরিবেশ আন্দোলন কর্মী
১০০. স. মুহম্মদ নাহিন রহমান, অ্যাক্টিভিস্ট
১০১. রায়হান আতিক, চলচ্চিত্রকার
১০২. তৃষা বড়ুয়া , সাংবাদিক
১০৩. সাজিদ-উল-ইসলাম, চিত্রশিল্পী
১০৪. জাফর হোসেন , সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা
১০৫. তাওফিকা প্রিয়া , সভাপতি (ভারপ্রাপ্ত), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন
১০৬. আব্দুল মজিদ অন্তর, অ্যাক্টিভিস্ট
১০৭. মাইনুল হাসান, অ্যাক্টিভিস্ট
১০৮. সৌরভ মাহমুদ, অ্যাক্টিভিস্ট
১০৯. রাসেল আজম, নাট্য প্রযোজক
১১০. কাজী আবদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
১১১. মাহমুদুন নবী , লেখক ও চলচ্চিত্রকার
১১২. মোশাররফ হোসেন মুসা, গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক ও এক্টিভিস্ট।
১১৩. আপেল আহমেদ, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১১৪. মাহির আহনাফ হোসেন, শিক্ষার্থী
১১৫. রবিউল করিম নান্টু , ব্যবসায়ী ও সংগঠক।
১১৬. বিপ্লব ভট্টাচার্য্য, সহ-সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা
১১৭. সুস্মিতা রায় সুপ্তি, সংস্কৃতিকর্মী