ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বন্ধ চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগের চিকিৎসা সেবা

দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। এতে, বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীদের অভিযোগ, সকাল ৯ টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা হলে সাড়ে ১০ টার দিকে বন্ধ করে দেয়া হয়। অনেকে টিকেট কেটেও দেখাতে পারছেন না ডাক্তার।
চট্টগ্রামের আনোয়ারা থেকে বৃদ্ধ মাকে নিয়ে মেডিকেলে আসা সাইফুল জানান, সকাল ৯ টায় এসে টিকেট নিয়েছি, এখনো ডাক্তার দেখাতে পারিনি। আজকে ডাক্তার দেখাতে পারবো কিনা জানি না। এরকম হবে জানলে এত কষ্ট করে রোজার দিনে মাকে নিয়ে এখানে আসতাম না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন বলেন, "ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় বিভিন্ন ওয়ার্ডে সেবা দিচ্ছেন হাসপাতালের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। এতে চিকিৎসক সংকট দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে বহির্বিভাগের সেবা।"
তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।
এদিকে দুপুর ১২ টার দিকে একাডেমি ভবনের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হল–এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।