ঢাকায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চমেকে ইন্টার্নদের কর্মবিরতি, বহির্বিভাগে চিকিৎসা বন্ধ

গতকাল (১২ মার্চ) রাজধানী ঢাকায় ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আজ সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালে বন্ধ হয়ে গেছে বহির্বিভাগের চিকিৎসাসেবা। চরম দুর্ভোগে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালের বহির্বিভাগ চালু রাখার চেষ্টা করা হলেও ইন্টার্ন চিকিৎসকদের বাধার মুখে তা সম্ভব হয়নি। তবে জরুরি বিভাগ ও ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।
চমেক ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের টিম মেম্বার আহমদ হাসনাইন জোহেব টিবিএসকে বলেন, গতকাল হাইকোর্টের রায়ের পর আমরা কাজে যোগ দিয়েছিলাম। তবে, ঢাকায় চিকিৎসক শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে আজ সকাল ৮ টা থেকে আবারও কর্মবিরতি ঘোষণা দিই।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা এই কর্মবিরতি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কোনো কর্মসূচি না এলে কাল থেকে কাজে যোগ দিতে পারি আমরা।
ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল দ্বিতীয় দফায় কর্মবিরতি শুরু করেছিলেন তারা।
এদিকে, হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল রায় দেন যে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ 'ডাক্তার' পদবি ব্যবহার করতে পারবেন না। এতে ইন্টার্ন চিকিৎসকদের অন্যতম প্রধান দাবি পূরণ হলেও চিকিৎসক সুরক্ষা আইনসহ বাকি চার দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।