নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তা জোরদারের দাবিতে এক দিনের কর্মবিরতি পালন করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংহতি জানিয়ে শ্রেণিকক্ষে অনুপস্থিত ছিলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
ইন্টার্ন ডাক্তারদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী বিকেল সাড়ে ৪টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছি। এখন একটি বৈঠক চলছে। বৈঠকের পর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।'
এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে আইডিএস। দাবিগুলো হলো:
১. হাসপাতাল ও ক্যাম্পাসে বাধ্যতামূলকভাবে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন করতে হবে।
২. সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দিতে হবে।
৩. প্রতিটি গেটে আনসার সদস্য মোতায়েন করতে হবে।
৪. হাসপাতালে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক নারী আনসার সদস্য নিয়োগ দিতে হবে।
৫. নারী ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলে আনসার সদস্য মোতায়েন করতে হবে।
৬. হাসপাতালে চলমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৭. বর্তমানে কর্মরত আনসার সদস্যদের প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে।
৮. মিটফোর্ড হাসপাতালে দ্রুত একটি পুলিশ বক্স স্থাপন করতে হবে।