চানখাঁরপুলে পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছি: ট্রাইব্যুনালে সাক্ষী
রহিমা বলেন, ‘বেলা আনুমানিক ২টার দিকে দেখি, আমার ছেলের লাশ খাটিয়ায় করে গলির ভেতর আনা হচ্ছে। শরীর থেকে তখনও খাটিয়া বেয়ে রক্ত পড়ছিল। কাপড় সরিয়ে দেখি, পেটে গুলি লেগে পেছন দিয়ে বেরিয়ে গেছে। ভুঁড়ি বেরিয়ে...