মিটফোর্ড হত্যাকাণ্ড: আরও ২ আসামি গ্রেপ্তার
রোববার (১৩ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রতীকী ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় এজহারভুক্ত আরও দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, গ্রেপ্তারেরা হলেন- রাজিব ও সজিব।
তিনি আরও জানান, ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।