Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 31, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 31, 2025
ওয়াটার লু’র যুদ্ধক্ষেত্র দর্শন

মতামত

তারেক অণু
18 June, 2022, 04:15 pm
Last modified: 18 June, 2022, 04:13 pm

Related News

  • রাশিয়ায় নেপোলিয়নের সেনাদের মৃত্যুর কারণ কী ছিল? মৃত সৈন্যদের দাঁত থেকে জানা গেল কারণ
  • ট্রাম্পের জন্যই কি এ বছর নোবেল শান্তি পুরস্কার এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে?
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • ইউক্রেন নিয়ে ট্রাম্পের ইউ-টার্ন; রাশিয়া বলল, 'যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই'
  • আরব ও মুসলিম দেশের নেতাদের সামনে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা তুলে ধরবেন ট্রাম্প

ওয়াটার লু’র যুদ্ধক্ষেত্র দর্শন

সারা বিশ্বের যতগুলো যুদ্ধের ময়দানের নাম মানুষের মুখে প্রত্যহ উচ্চারিত হয় (যেমন—পলাশী, পানিপথ) তার মধ্যে নিঃসন্দেহে ওয়াটার লু সবচেয়ে বিখ্যাত। ফরাসি সম্রাট নেপোলিয়ন আর ডিউক অফ ওয়েলিংটনের ঐতিহাসিক যুদ্ধ আর নেপোলিয়নের পরাজয়, সেই সঙ্গে তার সাম্রাজ্যের যবনিকাপাত, সবকিছু মিলিয়েই ওয়াটার লুকে পরিচিত করেছে এক বিশ্ববিদিত নামে।
তারেক অণু
18 June, 2022, 04:15 pm
Last modified: 18 June, 2022, 04:13 pm

ওয়াটার লুতে লেখক। ছবি: লেখক

সারা বিশ্বের যতগুলো যুদ্ধের ময়দানের নাম মানুষের মুখে প্রত্যহ উচ্চারিত হয় (যেমন—পলাশী, পানিপথ) তার মধ্যে নিঃসন্দেহে ওয়াটার লু সবচেয়ে বিখ্যাত। ফরাসি সম্রাট নেপোলিয়ন আর ডিউক অফ ওয়েলিংটনের ঐতিহাসিক যুদ্ধ আর নেপোলিয়নের পরাজয়, সেই সঙ্গে তার সাম্রাজ্যের যবনিকাপাত, সবকিছু মিলিয়েই ওয়াটার লুকে পরিচিত করেছে এক বিশ্ববিদিত নামে।

মুখরিত আলোকজ্জ্বল মহানগরী ব্রাসেলস্ থেকে ওয়াটার লুর ময়দান মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এক গ্রীষ্মে বেলজিয়াম ভ্রমণের একপর্যায়ে আমরা যখন ব্রাসেলসে অবস্থানরত তখনই মনের মধ্যে শৈশব থেকে শুনে আসা সেই রণক্ষেত্রটি চর্মচক্ষে অবলোকনের আশা মনের মাঝে ফেনিয়ে উঠতে থাকল। উল্লেখ্য যে অনেকেই জানা নেয় এই বিখ্যাত স্থানটি বেলজিয়ামে অবস্থিত। অনেকেই আবার লন্ডনের ওয়াটার লু নামের এক মেট্রো ষ্টেশন দেখে  বিভ্রান্তও হন। পরদিন সকালেই গাড়ি চেপে রওনা দিলাম লাখো পর্যটকের আকর্ষণ ওয়াটার লুর দিকে।

শহরতলি পার হবার কিছু পরেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত গাঢ় সবুজ যব ক্ষেত, একেবারে দৃষ্টিসীমার শেষে নীল আকাশ ছোঁয়ার আগপর্যন্ত একইভাবে বয়ে চলেছে এই থৈ থৈ সবুজের স্নিগ্ধ সমুদ্র। হঠাৎ বয়ে যাওয়া বাতাসে অভাজিত সবুজের বুক চিরে তৈরি হচ্ছে তরঙ্গের মত সর্বদাই পরিবর্তনরত মেঠো পথ। নজরে আসল এই সবুজ শান্তির একেবারে মাঝখানে এক উঁচু পাহাড়ের মত, তার উপর মূর্তিমত কিছু একটা।

চকিতেই মনে পড়ে গেল গাইডবুকে দেখা ওয়াটার লুর ছবি, এই সেই ঐতিহাসিক প্রান্তর! এর মাঝখানে সেই যুদ্ধের স্মৃতিস্তম্ভ ওই কৃত্রিম পাহাড়!

পাহাড়ের পাদদেশে গাড়ি থামাতেই চক্ষু চড়কগাছ, এই একবিংশ শতাব্দীতে সেই ঐতিহাসিক যুগের পোশাক পরে একদল ফরাসি সৈন্য কুচকাওয়াজ করতে করতে যাচ্ছে! আবার নতুন করে যুদ্ধ লাগল নাকি? ঘুরতে এসে এ কী গেরো! আমাদের হতবিহবল অবস্থা কাটাতে সাহায্য করল চারপাশে ভিড় করে থাকা আমাদের মতোই দর্শনার্থীর দল। তাদের কাছেই জানা গেল পর্যটকদের আকৃষ্ট করার জন্যই গ্রীষ্মের প্রতিদিন এ সময়ে একদল শিল্পী ফরাসি আর বিপক্ষ দলের সেই আমলের সাজপোশাক পরে টহলে বের হয়! দুধের স্বাদ ঘোলে মিটানো, আর কি!

ছবি: লেখক

ওয়াটার লুর ইতিহাস

ওয়াটার লুর মূল যুদ্ধ হয় ১৮১৫ সালের ১৮ জুন। আগের রাতের প্রবল বৃষ্টিপাতের কারণে পুরো যুদ্ধক্ষেত্রই ছিল জলকাদায় মাখামাখি। নেপোলিয়ন প্রায় দ্বিপ্রহর পর্যন্ত অপেক্ষা করেছিলেন, যাতে সেই বিশাল প্রান্তর কিছুটা শুকাতে পারে। এর পরপরই ফরাসিদের সাথে অন্য ইউরোপিয়ান জাতিদের (ইংরেজ, জার্মান, ডাচ ও অন্যরা) ভয়াবহ মুখোমুখি লড়াই শুরু হয়। সম্মিলিত জোটের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন আর প্রুশিয়ান সেনাপতি ভন ব্লুচার। বেশ কয়েক ঘণ্টা অতিক্রমের পর অবশেষে রাত ৯টায় ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে, নেপোলিয়ন পিছু হটেন যুদ্ধক্ষেত্র থেকে, অবশেষে নানা ঘটনার ঘনঘটার পর ১৫ জুলাই আত্মসমর্পণে বাধ্য হন তিনি। এর পরের ইতিহাস আমাদের সবারই জানা—সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত জীবন কাটানোর ছয় বছরের মাথায় তার রহস্যজনক মৃত্যু হয়।

আজকের ওয়াটার লু ময়দান

ইতিহাস সাক্ষ্য দেয়, এই সুবিখ্যাত রণক্ষেত্রে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছিল যুদ্ধের ঠিক পরের দিন থেকেই। ১৮১৫ সালের ১৯ জুন ব্রাসেলসের জনাকয়েক অতি উৎসাহী দর্শক ঘোড়ায় টানা গাড়িতে করে যুদ্ধপরবর্তী হালচাল দেখতে আসেন—এভাবেই শুরু আর এখন তো লাখো ভ্রমণপিপাসুর ভিড় প্রতিমাসে। অবশ্য প্রায় ২০০ বছর আগে ময়দানটি ঠিক যেমন ছিল তেমনটি আর নেই। এর ঠিক মধ্যবিন্দুতে আছে এক সুউচ্চ মাটির ঢিবি, যার চূড়া আলো করে দাঁড়িয়ে আছে ২৮ টন ওজনের এক বিশাল ধাতব সিংহমূর্তি।

এই ৪৩ মিটার উচ্চতার কৃত্রিম পাহাড়কে (যা সিংহ পাহাড় নামে খ্যাত) ঘিরেই বিভিন্ন জাদুঘর, ক্যাফে, বিপণি পণ্যের দোকানের সমাহার। হল্যান্ডের রাজা প্রথম উইলিয়ামের নির্দেশক্রমে এই সুবিশাল স্থাপনার কাজ শুরু হয় ১৮২০ সালে। জনশ্রুতি আছে, তার পুত্র দ্বিতীয় উইলিয়াম (যিনি কমলা যুবরাজ নামেই অধিক পরিচিত) ঠিক এই সিংহবেদির কাছেই ওয়াটার লুর যুদ্ধে আহত হয়েছিলেন। বিশাল প্রান্তরের নানা জায়গা থেকে প্রায় তিন লাখ ঘনমিটার মাটি সংগ্রহ করে সেই পাহাড়টির পত্তন ঘটে। এর গোড়া থেকে ওপরের দিকে ২২৬টি সিঁড়ি ভাঙার পর আপনি পৌঁছতে পারবেন সিংহমূর্তির কাছে।

কিংবদন্তি আছে, পরাজিত ফরাসি বাহিনীর ফেলে যাওয়া বন্দুক ও অস্ত্র গলিয়েই এই ধাতব মূর্তিটি তৈরি করা হয়, কিন্তু তা সম্ভবত নিছকই গুজব মাত্র। চূড়া থেকে চারপাশের দৃষ্টিসীমায় কেবলই অবারিত সবুজ শস্যখেতই আকাশের নীলিমার সঙ্গী। বিশ্বাস করতে কষ্ট হয় মানব সভ্যতার অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধটি এখানেই হয়েছিল।

ছবি: লেখক

হাতে সময় কম বিধায় চরকির মতো ঘুরতে ঘুরতে মূল আকর্ষণগুলো দেখতে থাকলাম আমরা। জাদুঘরে মোমের তৈরি প্রায় জীবন্ত ভাস্কর্যের সাহায্যে যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন পর্যায়কে উপস্থাপন করা হয়েছে প্রাঞ্জল ভঙ্গিতে। গুটি কয়েক দোকানে বিক্রি হচ্ছে যুদ্ধের নানা স্মারকের নকল ও নেপোলিয়নের ধাতব মূর্তি। ভ্রমণসঙ্গী অপু একটি আবক্ষ মূর্তি কিনেও ফেলল ঘরের তাকে সাজানোর জন্য। আমরাও বিশ্বের নানা কোণে ছড়িয়ে থাকা বন্ধুদের পাঠালাম এই ঐতিহাসিক জায়গার আলোকচিত্র সম্বলিত পোস্টকার্ড।

অবশেষে আমরা রওনা হলাম ওয়াটার লু থেকে, যদিও প্রান্তরটি এমনই সবুজ শোভায় শোভিত আর মায়াকাড়া যে সব ভুলে সেখানেই বেশিক্ষণ থাকতে মন উচাটন হয়ে ওঠে।

যাত্রা শুরুর অল্পক্ষণ পরেই ফাঁকা এক জায়গায় থামা হলো, দূরে এখনো বিস্তীর্ণ প্রান্তরের মাঝে স্বমহিমায় উদ্ভাসিত সিংহপাহাড় চোখে পড়ে। যাত্রাপথের সবচেয়ে মূল্যবান পাথেয় হিসেবে কিছু ছবি তুলতে তুলতে মনে হলো, মানব সভ্যতার ইতিহাসকে বলা হয় যুদ্ধের ইতিহাস, অথচ এই যুদ্ধগুলো না থাকলে আমাদের জীবন হতে পারত কত শান্তি আর সুখের ! 

( আজকের দিনেই সংঘটিত হয়েছিল ওয়াটার লু যুদ্ধ, যে যুদ্ধের ফলাফল ব্যপকভাবে প্রভাবিত করেছিল বর্তমান পৃথিবীর ইতিহাসকে।)
 

Related Topics

টপ নিউজ / ফিচার

ওয়াটারলু / যুদ্ধ / নেপোলিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
  • সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ
  • ছবি: ভিডিও থেকে সংগ্রহীত
    ‘আমার পোশাক নিয়ে মন্তব্য করলেন কেন?’: বাসে কটূক্তি করা পুরুষের সঙ্গে নারীর বাগ্‌বিতণ্ডা
  • ছবি: সংগৃহীত
    অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল
  • শাপলা ফুলের কলি। ছবি: সংগৃহীত
    ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’; বাদ পড়েছে কলা, খাট, বেগুনসহ ১৫টি
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: পাটওয়ারী

Related News

  • রাশিয়ায় নেপোলিয়নের সেনাদের মৃত্যুর কারণ কী ছিল? মৃত সৈন্যদের দাঁত থেকে জানা গেল কারণ
  • ট্রাম্পের জন্যই কি এ বছর নোবেল শান্তি পুরস্কার এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে?
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • ইউক্রেন নিয়ে ট্রাম্পের ইউ-টার্ন; রাশিয়া বলল, 'যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই'
  • আরব ও মুসলিম দেশের নেতাদের সামনে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা তুলে ধরবেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

2
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

3
ছবি: ভিডিও থেকে সংগ্রহীত
বাংলাদেশ

‘আমার পোশাক নিয়ে মন্তব্য করলেন কেন?’: বাসে কটূক্তি করা পুরুষের সঙ্গে নারীর বাগ্‌বিতণ্ডা

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল

5
শাপলা ফুলের কলি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’; বাদ পড়েছে কলা, খাট, বেগুনসহ ১৫টি

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net