ট্রাম্পের জন্যই কি এ বছর নোবেল শান্তি পুরস্কার এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে?
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ই. ব্রানকো, ফ্রেড র্যামসডেল ও শিমন সাকাগুচি। তারা 'পেরিফেরাল ইমিউন টলারেন্স' বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিদ্যা, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।
তবে এ বছর নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা-বিতর্ক মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এর কারণ হলো ট্রাম্পের নিরন্তর আত্মপ্রচারণা।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য- তিনি বিভিন্ন সময়ে 'সাতটি যুদ্ধ বন্ধ' করেছেন। আর এ কারণেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে মনে করছেন। জাতিসংঘে প্রতিনিধিদের উদ্দেশ্য করে ট্রাম্প এও বলেন, 'সবাই বলে, আমারই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত'।
গত মঙ্গলবার তিনি আবারও দাবি করেন, অষ্টম যুদ্ধটি হলো দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ। আর এই যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি করায় তিনি এই পুরস্কারের 'যোগ্য'।
তবে সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্পের এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাদের যুক্তি হলো- নরওয়েজিয়ান নোবেল কমিটি সাধারণত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রসার এবং যেসব প্রতিষ্ঠান নীরবে এই লক্ষ্যগুলো অর্জনে কাজ করে, তাদের ভূমিকাকেই বেশি মূল্যায়ন করে থাকে।
এ বছর ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রয়েছে পাকিস্তান সরকারও।
এদিকে, নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থাগুলোর একটি অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অ্যাকাডেমিক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট ইলভা এংস্ট্রোম বলেছেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো বেপরোয়া। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মনে করি, স্বল্প ও দীর্ঘ মেয়াদে এর বিধ্বংসী প্রভাব পড়তে পারে। অ্যাকাডেমিক স্বাধীনতা... গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটি স্তম্ভ।'
