সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।তিনি বিএনপি-জামায়াত জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল তার। তবে বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন পুলিশ ফিরিয়ে দেয়।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।'
