‘আমার পোশাক নিয়ে মন্তব্য করলেন কেন?’: বাসে কটূক্তি করা পুরুষের সঙ্গে নারীর বাগ্বিতণ্ডা
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি যাত্রীবাহী বাসে এক নারী যাত্রী ও এক পুরুষ যাত্রীর মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা চলছে। ধারণা করা হচ্ছে, পুরুষটি নারীর পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এ ঘটনা ঘটে।
অন্য এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাগান্বিত হয়ে ওই নারী দাঁড়িয়ে আছেন এবং বসে থাকা ওই ব্যক্তির সঙ্গে তর্ক করছেন, আর ওই পুরুষ যাত্রীও তাকে নেতিবাচক মন্তব্য করছেন। একপর্যায়ে পুরুষ যাত্রী জুতা খুলে নারী যাত্রীকে আঘাত করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ওই নারীও নিজের জুতা খুলে তাকে আঘাত করেন।
এরপর পুরুষ যাত্রী দাঁড়িয়ে ওই নারীকে ধাক্কা দিয়ে নারীদের জন্য নির্ধারিত আসনে ঠেলে দেন।
আরেকজন নারী যাত্রীকে দেখা যায় দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে, এবং মনে হচ্ছে তিনি পড়ে যাওয়া নারীকে "দৃশ্যত সমস্যা তৈরি না করতে" বোঝানোর চেষ্টা করছেন।
ওই নারী ধাক্কা খেয়ে ওঠার পর একটু ধাতস্ত হয়ে আবার ওই পুরুষ যাত্রীকে আঘাত করেন। প্রায় এক মিনিটের ওই ভিডিওর শেষ দিকে ওই পুরুষ যাত্রীকে ভিডিও ধারণকারীকে ভিডিও 'প্রকাশ' করার জন্য বলতে শোনা যায়।
এর উত্তরে, ওই নারী সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও ধারণকারীকে চ্যালেঞ্জ করেন এবং ঘটনার রেকর্ড চালিয়ে যেতে বলেন।
সোশ্যাল মিডিয়াসহ কয়েকটি গণমাধ্যমের পেইজে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
ভিডিওটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই নারীর সাহসিকতার প্রশংসা করেছেন, যে তিনি গণপরিবহনে হয়রানি মোকাবিলা করেছেন এবং নিজের অধিকার রক্ষা করেছেন। তবে অন্যরা তার আচরণকে "অশ্লীল" হিসেবে সমালোচনা করেছেন।
ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনার সঠিক সময় ও স্থানও প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত জানা যায়নি।

 
             
 
 
 
 
