রাজকুমারের নকল চুল উড়ে যাওয়ার ভয়ে গাড়ির জানালা খুলতে পারেননি শর্মিলা ঠাকুর!

গেল ৮ ডিসেম্বর, বুধবার নিজের ৭৭তম জন্মদিন উদযাপন করলেন হিন্দি ও বাংলা চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ষাট ও সত্তরের দশক এবং আশির দশকের মাঝামাঝি পর্যন্তই রূপালি পর্দায় ছিল তার রাজত্ব।
জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে নিজের অভিনয় ক্যারিয়ারের বেশকিছু মজার ঘটনা শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর। দুই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুবাদে স্বভাবতই প্রচুর শিল্পীর সাথে কাজ করতে হয়েছে তাকে। আর অভিনয়ের জন্য অনেক কিছু ছাড়ও দিতে হয়েছে বটে!
১৯৬৫ সালে যশ চোপড়ার ছবি 'ওয়াক্ত'-এ শশী কাপুর, রাজ কুমার, বলরাজ সাহনি, সাধনা ও সুনীল দত্তের সাথে কাজ করেছিলেন শর্মিলা। 'ওয়াক্ত' ছবির শুটিং এর জন্যই একদিন গাড়িতে চড়ে স্পটে যাচ্ছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন, সেদিন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও গাড়ির জানালা খুলতে পারেননি তিনি।
কারণ জানতে চাইলে অভিনেত্রী দ্য টেলিগ্রাফকে বলেন, "আমার নৈনিতাল যাওয়ার কথা মনে আছে। রাজ কুমারের সঙ্গে যাচ্ছিলাম এবং অভিনয়ের জন্য সে উইগ (নকল চুল) পরে ছিল অবশ্যই। তার সে তার মাথায় একটা রুমাল বেঁধে রেখেছিল যাতে নকল চুল উড়ে না যায়। তখনকার দিনে গাড়িতে এসি ছিলনা, কিন্তু তাও আমরা জানালা খুলতে পারছিলাম না, পাছে রাজ কুমারের নকল চুল বাতাসে উড়ে যায়!"

নিজের জনপ্রিয়তার দিনগুলোতে শশী কাপুরের সাথে অভিনয়ের আরেকটি স্মৃতিচারণ করেছেন শর্মিলা। তিনি বলেন, "একদিন শশী কাপুরকে পাশে নিয়ে গাড়ি চালাতে হয়েছিল আমাকে, যদিও পরে প্ল্যান চেঞ্জ হয়। আমি আসলে জানতাম না কিভাবে গাড়ি চালাতে হয়। তাই আমরা সেগুলোর নকল শট নিয়েছিলাম। শশী এটা নিয়ে খুবই নার্ভাস ছিল। সে বলেছিল, "মনে রেখো আমার তিন তিনটা সন্তান আছে ঘরে, তাই সাবধান!"
সত্যজিৎ রায়ের নায়িকা শর্মিলা ঠাকুর বর্তমানে গুরুগ্রামে পতৌদি প্যালেসেই বসবাস করছেন। তার ছেলে সাইফ আলি খান, পুত্রবধু কারিনা কাপুর, নাতনি সারা আলি খান এই মুহূর্তে বলিউডে অভিনয়ে সক্রিয় রয়েছেন। তার নাতি ইব্রাহিম আলি খানও পরিচালক করন জোহরের আসন্ন চলচ্চিত্র 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন এবং ছবি নির্মাণের কলাকৌশল শিখছেন। শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খানও একজন অভিনেত্রী ছিলেন, তবে বর্তমানে তিনি অভিনয় থেকে ছুটি নিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস