একুশে পদকজয়ী অভিনেতা এসএম মহসীন করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে

প্রবীণ অভিনেতা এসএম মহসীনের করোনা পজিটিভ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যদিও করোনা পজিটিভ হওয়ায় তাকে শুরুতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়।
একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘরে সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
উল্লেখ্য, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এস এম মহসীন ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পান তিনি।
প্রায় চার দশকের অধিক সময়ের অভিনয় ক্যারিয়ার তার। দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।