মারা গেছেন ‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবুতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মৃত্যুকালে ম্যাডসেনের বয়স হয়েছিল ৬৭ বছর। অভিনেতার ম্যানেজার রন স্মিথ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ম্যাডসনের জন্ম শিকাগোতে। তার বাবা ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী। মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী। ১৯৮০-র দশকের গোড়ার দিকে অভিনয় শুরু করেন ম্যাডসেন।
নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর ১৯৯২ সালের ক্রাইম থ্রিলার 'রেজারভোয়ার ডগ্স' ও 'কিল বিল' সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ম্যাডসেন। এই নির্মাতারাই আরও কয়েকটি ছবি, যেমন- 'দ্য হেটফুল এইট', ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড'সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।